
আমি অনেকদিন যাবৎ বাংলা ছবি দেখিনা। ছবির ট্রেলার দেখেই উৎসাহ জাগেনা, দেখা তো দূর অস্ত! তাই ইদানিং বাংলা ছবি খারাপ কি ভালো সেই নিয়ে বক্তব্য রাখার খোরাক মজুদ নেই। কিন্তু এই সময়ে একটা বাংলা ছবির কথা মনে পড়লো যা শেষ কয়েক বছরে দেখা বাংলা সিনেমাগুলোর মধ্যে বেশ ভালো লেগেছিল। প্রায় বছর তেরো আগে দেখা; 'তিন ইয়ারি কথা'! ছবিটা একজন স্যার পেনড্রাইভে পুরে দিয়েছিল পকেটে। আমাদের পাড়ায় অনেককে সিডিতে ডিস্ট্রিবিউট করেছি। জলালুর বোম্বে সেলুনে রাত হলেই টিভিতে চালিয়ে দিত। সেলুনে বসে ঘন্টার পর ঘন্টা হাসতাম দৃশ্যগুলো নিয়ে। যে বন্ধুদের দেখিয়েছিলাম তারা আজও ছবিটার অনেক দৃশ্য মনে করিয়ে মজা করে। ঠিক যেমনটা 'গ্যাংস ওফ ওয়াসিপুর' ছবিটা দেখে হয়েছিল। আমি বস্তি অঞ্চলে মুখে মুখে 'গ্যাংস ওফ ওয়াসিপুর' ছবির সংলাপ ঘুরতে শুনেছি। খুব কম ছবিই ক্ষমতা রাখে মানুষের মনে এরকম জায়গা করে নিতে। 'তিন ইয়ারি কথা' ছবিটার পরিচালক ছিলেন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। সম্ভবত ছবিটা প্রোডিউসার-ডিস্ট্রিবিউটরের ক্যাচালে হলে মুক্তি পায়নি। এই ছবিতে এমন কি ছিল যে চরিত্রগুলো আজ মনে থেকে গেছে? এ...