Posts

Showing posts from May, 2020

কোটি কোটি প্রদীপের আলোও তমসাচ্ছন্ন আকাশ ঢাকতে অক্ষম

কোটি কোটি প্রদীপ ব্যর্থ তমসাচ্ছন্ন আকাশ ঢাকতেঃ মোমবাতি ও আতসবাজির রোশনাই কতটুকু হাজার হাজার অভিবাসী শ্রমিকের মিছিল আলোকিত করলো তার উত্তর অজানা। যদি তার কয়েক ফোটা আলো শিশিরকণার মতো সেই তিন - চারশো মাইলব্যাপী মিছিলের উপর ঝরে পড়তো, হয়তো তাহলে আমরা এমন বিভীৎস্য আনন্দ যজ্ঞে মেতে উঠতাম না। দিল্লির রেস্তোরাঁতে কর্মরত রণবীর সিংহকে ৩০০ কিমি পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে ক্লান্তি ও অবসাদে আচ্ছন্ন হয়ে লুটিয়ে পড়তে হত না। এই মুহূর্তে খুব জানতে ইচ্ছে করছে সেইসব দিন আনি দিন খাই খেটে খাওয়া মানুষদের কথা। তারা কি উল্লাসিত হয়ে মোমবাতি জ্বালানোর আনন্দ যজ্ঞে মেতে উঠেছিল? সম্ভবত না। সেই লক্ষ লক্ষ মানুষের হয়তো 'মন কি বাত' শুনে দেশপ্রেম জাহির করার অবসরটুকু নেই। অবশ্য প্রধানমন্ত্রীর মূল শ্রোতা রামভক্তদের কানে তা ঠিক পৌঁছে যাচ্ছে। অতঃপর ভক্তগণ প্রসন্নচিত্তে সেইসব উপদেশ সোৎসাহে পালন করেছেন। আমাদের দেশের প্রায় নব্বই শতাংশ মানুষের বাধা মাইনের চাকরি নেই। আবার শহরে ৩৫ - ৪০ শতাংশ গরিবের বাস। এদের বেশিরভাগ লোকজনের বাস বস্তি এলাকায়। এদের 'ওয়ার্ক ফ্রম হোমের' সুযোগ নেই। ফলে মাসের শেষে বাড়ি...