Posts

Showing posts from October, 2019

চেয়ার

অফিস ঘরে রিভলভিং চেয়ারটা ঘুরছিলো বনবন করে কারোর উপস্থিতির তোয়াক্কা না করেই, মানুষের যৌবন ও বৃদ্ধাবস্থা দুই দেখেছি আমি সবাই আসে অপুর মতো নিষ্পাপ একজোড়া চোখ নিয়ে কিন্তু ঐ শালা অভিশপ্ত চেয়ার, মানুষগুলোকে পরিণত করে - এক একটা শয়তানে! একদিন টবের শৌখিন গাছে জল দিতে দিতে চেয়ারকে শুধিয়েছিলাম - কেন তুমি মানুষগুলোকে লোভাতুর করে তোলো? কি আনন্দ পাও মানুষের সর্বনাশ করে? পাক খেতে খেতে চেয়ার উত্তর ছুঁড়েছিলো - মানুষেরা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব! একটি জড়বস্তুর লোভে তারাই এতো নিচে নামে কি করে?