Posts

Showing posts from October, 2021

নিস্তব্ধ রাতের কবিতা

জোনাকির মত মিটমিট করা নিস্তব্ধ রাত্রিগুলো অতিক্রান্ত হয় তোমার অপেক্ষায়, রাস্তায় জ্বলতে থাকা একাকী আলোগুলি তোমার মুখের কাছে লাগে নিষ্প্রভ, যতদিন যায় আরো বেশি করে আকড়ে ধরি বুকে এই বুঝি করলে আমার প্রতি নীরব অভিমান, শেষ রাতগুলো ঠোঁটে তোমার এঁকে চলি মাস্টারপিস ছবি বুকের উপর ঠোঁট বুলিয়ে জন্ম দি গ্রীক দেবীদের মত ভাস্কর্য আকাশ ফুটে যখন হয় আলো আমিও ঠোঁটে তোমার উলঙ্গ শরীরে ছুঁয়ে শুষে নি একে একে রূপ,যৌবন, মাধুর্য এই রূপের উপর যে শুধু আমারই অধিকার প্রিয়তমা, আমিই আগলে রাখবো সারাজীবন, এভাবে প্রেমিকের উপর মান করতে হয়? তাকিয়ে দেখো রাতের তারাদের দিকে তারাও সেই কথা বলছে, আমার হয়ে তোমায় ।